দাহ

মরিয়মরা পালাচ্ছে। মরিয়মদেরকে পালাতে হয়। তাদের বাড়বাড়ন্তকে সমাজ ভালো চোখে দেখে না। একথা মরিয়ম (অথবা মন্দিরাদের মতো একেকজন) নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছে। হাইওয়ের উপরে কয়েকটা আলো জ্বলছে। কয়েকটা টয়োটার হেডলাইট। উপরে কয়েকটা অবয়ব। মাথায় কাপড় ঢাকা। কয়েকটা বিসদৃশ নল উঁচিয়ে রয়েছে তাদের পিঠ থেকে। মরিয়ম নিজের গাড়িটাকে থামিয়ে দিতে বলল। তারপর ? আফগানিস্তানের মহিলা বিচারকদের অনিশ্চিত ভবিষ্যতের উপরে ছোটগল্পের আঙ্গিকে এ যেন এক নিবিষ্ট অন্বেষণ।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 12 October, 2021 | 608 | Tags : Afghanistan Female Judges International Association of Women Judges Digital Dunkirk The Fall of Afghanistan